কান পাকা রোগের শুরু হয় সর্দি থেকে। ঠান্ডা বা সর্দি লাগলে প্রথম থেকে যদি ওষুধ ব্যবহার করা শুরু হয়,
তাহলে কান পেকে কান থেকে পুঁজ পড়ার সম্ভাবনা কমে যায়। ঠান্ডা, সর্দি লাগলে সাথে সাথে ঠান্ডা,
সর্দির ওষুধ খাওয়া শুরু করবেন। যদি কানে ব্যাথা বা ইনফেকশন হয় সাথে সাথে নাক কান গলা
ডাক্তার দেখিয়ে নিবেন।কান থেকে পূঁজ পড়লে গোসল করার সময় তেলে ভেজানো
তুলো চিপে কানে দিয়ে গোসল করবেন।