কানের মধ্যে সাঁ সা শব্দ হওয়ার কারণগুলোর মধ্যে দুশ্চিন্তা একটি গুরুত্বপূর্ণ কারণ।
এছাড়াও প্রেসার, ডায়াবেটিস, রাতে ঘুম কম হওয়া, কানের পর্দায় ছিদ্র থাকা, কানের হাড্ডি গুলো নড়াচড়া না করা, কানের মধ্যে ময়লা জমা এবং ব্রেইনের টিউমার ইত্যাদি রোগ দায়ী থাকে। এই ধরনের রোগের ক্ষেত্রে ডাক্তার দেখিয়ে, পরীক্ষা-নিরীক্ষা করিয়ে যদি কোন কারণ পাওয়া না যায় তাহলে অবশ্যই রোগটা সম্পর্কে দুশ্চিন্তা বাদ দেয়ার চেষ্টা করবেন।
কারণ দুশ্চিন্তা যত বেশি করবেন শব্দটা আসলে তত বেশি বেড়ে যাবে।